বিশ্বকর্মা পুজোতে (Vishwakarma Puja) আর্থিক সৌভাগ্য বৃদ্ধি (Financial luck) পাবে এই ছয় রাশির (Zodiac Sign) । জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসবে। পুষ্য নক্ষত্রকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ নক্ষত্র হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। চন্দ্র যখন এই নক্ষত্রে অবস্থা করে, তখন এটিকে পুষ্য যোগ বলা হয়।
বৃষ রাশি- এই রাশির জন্য পুষ্য যোগ শুভ বার্তা নিয়ে আসবে। আর্থিক লেনদেন থেকে বিনিয়োগ সব কিছুই সহজ হবে। সম্পত্তি ক্রয় করবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি। বেতন বৃদ্ধি।
কর্কট রাশি: জীবনে সাফল্য আসবে। ভাগ্যের চাকা ঘুরবে। কোনও দীর্ঘস্থায়ী সমস্যা থেকে মুক্তি মিলবে। এই সময়ে শুরু করা যেকোনও কাজে সাফল্য মিলবে। আত্মবিশ্বাস বাড়বে। কোনও দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মুক্তি।
সিংহ রাশি: সিংহ রাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতি। কোনও ভালো কোম্পানিতে সম্মানিত কাজ। কাজের সূত্রে বিদেশ যাত্রা। শরীর স্বাস্থ্যের উন্নতি।
আরও পড়ুন- পিতৃপক্ষে ভদ্ররাজযোগে সুখের দিন আসছে এই তিন রাশির
তুলা রাশি: এই রাশির জাতকদের জন্য এই যোগ পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বাড়বে। ব্যবসায় সাফল্য। পারিবারিক জীবনে শান্তি।
বৃশ্চিক রাশি: ভাগ্যের চাকা ঘুরে। আর্থিক উন্নতি। স্বাস্থ্য ভালো থাকবে, কোনও দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি। দাম্পত্য জীবনে মাধ্যুর্য বাড়বে। অবিবাহিতদের জীবনে নতুন প্রেম আসবে।
ধনু রাশি: আর্থিক সাফল্য, সৌভাগ্যের উন্মেষ। কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন। অপ্রত্যাশিত লাভ। কঠোর পরিশ্রমের ফল পাবেন। উচ্চ শিক্ষায় সাফল্য। শিক্ষার্থীদের জন্য শুভ।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।